ভর্তি পরীক্ষা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

রবিবার, অক্টোবর ২৭, ২০১৯,৫:৩৮ পূর্বাহ্ণ
0
137

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভর্তি পরীক্ষা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের। আজ রবিবার সকাল পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করেন ৯:৪৫ মিনিটে। এরপর তাদের ওএমআর ফরম দেওয়া হয় ১০:১৫ মিনিটে। প্রশ্নপত্র প্রদান করা হবে সকাল ১১টায় এবং পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।

চবিতে প্রথমদিন ৪২ হাজার ০৪ জন শিক্ষার্থী ‘বি’ ইউনিটে পরীক্ষা দিবে। গড়ে ভর্তির জন্য লড়ছে ৩৫ জন প্রতি আসনের বিপরীতে। এবারও দুই শিফটে পরীক্ষা গ্রহণ করা হবে। দ্বিতীয় শিফটে পরীক্ষার্থীদের দুপুর ২:১৫ মিনিটে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে। ২:৪৫ মিনিটে ওএমআর ফরম বিতরণ করা হবে। ৩:৩০ মিনিটে প্রশ্নপত্র প্রদান করা হবে এবং বেলা ৪:৩০ মিনিটে পরীক্ষা শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৫ দিনের ভর্তি পরীক্ষার উভয় শিফটের সময় ও রোল এবং স্থান প্রকাশ করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার ৪৮ ঘন্টা আগে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে প্রতি ইউনিটের আসন বিন্যাসের বিষয়টি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে