বিদ্যুৎ নিয়ে গুজবের বিষয়ে সবাই সতর্ক থাকুন

বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯,৪:৫৭ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন গ্যাস ও কয়লা ভিত্তিক বড় প্রকল্পগুলো চালু করা হলেই, তেলচালিত কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হবে। বিদ্যুৎ ভবনে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বুধবার (২৪ জুলাই) দুপুরে এই কথা বলেন তিনি। 
এসময়, বিদ্যুৎ নিয়ে গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ সচিব।

বিদ্যুৎ বিভাগের সচিব য. আহমেদ কায়কাউস
এসময় বলেন, একটা গুজবের সংবাদ পাচ্ছি বিদ্যুৎ থাকবে না। এই সময়ে তারা ছেলেধরা বা গলাকাটা বলে তারা আসবে। আমি দেশবাসীকে জানাতে চাই সারা দেশে অব্যাহত থাকবে বিদ্যুৎ সরবরাহ। কোনো বিভাগেই বন্ধ হবে না বিদ্যুৎ সরবরাহ ।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আশা করছি এই বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে  বিদ্যুতায়ন হবে
শতভাগ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে