[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের লে. জেনারেল কাসেম সোলাইমানির মরদেহ দাফনের জন্য নিজ শহর কেরমানে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকেই সোলাইমানির নিজ শহরে হাজার হাজার শোকার্ত মানুষকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা যায়, লাখ লাখ শোকার্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন। তাদের সবার পরনে শোকের কালো পোশাক।
এর আগে সোমবার তার জানাজা উপলক্ষে রাজধানী তেহরানের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছিল। ইরানি গণমাধ্যম জানিয়েছে, এখানে সোলেমানিসহ তার সঙ্গে নিহত সবার জানাজা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজায় ইমামতি করেন, এর এক পর্যায়ে তাকে কাঁদতে দেখা গেছে।
জানাজায় যোগ দিতে তেহরানে ব্যাপক লোক সমাগম হয়েছিল। তাদের অনেককেই কাঁদতে দেখা গেছে। কেউ কেউ নিহত কমান্ডারের ছবি নিয়ে জানাজায় যোগ দিতে এসেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ড্রোন হামলায় বাগদাদ বিমান বন্দরের কাছে ৩ জানুয়ারি লে. জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।