[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে শেরপুরে । এ অবস্থায় ডেঙ্গুর প্রকোপ কমাতে শেরপুরে একযোগে মশা নিধনের লক্ষে ৭ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে ক্র্যাশ প্রোগ্রাম করা হয় পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত শেরপুরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২৪ ঘন্টায় শিশুসহ আরো ছয়জন।
কালেক্টরেরট চত্বরে ক্র্যাশ প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অভিযানে কালেক্টরেট চত্বর, হাসপাতাল, বাসস্ট্যান্ড, হাট-বাজার সহ জনবহুল স্থানগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয় পরিষ্কার-পরিচ্ছন্নতার।
অভিযানে কালেক্টরেট চত্বর ও ডিসি উদ্যান পরিষ্কার-পরিচ্ছন্ন ও ময়লা-আবর্জনামুক্ত করা হয়। এ সময় ক্র্যাশ প্রোগ্রামে অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষাথী-শিক্ষক, জেলা ছাত্রলীগ, স্কাউট এবং সুশিল সমাজের প্রতিনিধিরা ।এদিকে, জেলা হাসপাতালে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে শিশুসহ আরও ৬ ডেঙ্গু রোগী । এ নিয়ে গত তিন সপ্তাহে জেলা হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৪২ জন । এছাড়া বিভিন্ন ডায়াগোনোস্টিক সেন্টারে রক্ত পরীক্ষায় শনাক্ত হয়েছে আরও ২৪ রোগী ।
জেলা হাসপাতালে বর্তমানে ৩ মহিলা ২ শিশু সহ চিকিৎসাধীন রয়েছেন ২০ জন ডেঙ্গু রোগী। চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু সনাক্ত হওয়া রোগীরা সবাই ঢাকা থেকে জ¦রে আক্রান্ত হয়ে শেরপুর আসার পর ডেঙ্গু ধরা পড়েছে রক্তের পরীক্ষায় । জেলা হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন জানিয়েছেন স্থানীয়ভাবে কারো ডেঙ্গু সনাক্ত হওয়ার তথ্য নেই।
বুধবার দুপুরে জেলা হাসপাতালের দোতলায় ডেঙ্গু কর্ণার পরিদর্শন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রতি আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, ভারপ্রাপ্ত হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. নাদিম হাসান, আরওএমও ডা. খায়রুল কবীর সুমন, জেলা বিএমএ সভাপতি ডা. আব্দুল বারেক তোতা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা তাঁর সাথে ছিলেন।জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নাদিম হাসান জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেলা হাসপাতালে ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ডেঙ্গু রোগীদের আরও ভালো ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া যাবে।