মাদারীপুরে কাভার্ডভ্যান খাদে পড়ে নিখোঁজ ১

সোমবার, অক্টোবর ২৮, ২০১৯,৫:৩৬ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে চালকের সহকারী নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন দোতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে খুলনা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি শিবচরের কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের ওয়ানওয়ে রাস্তা থেকে পাশের গভীর একটি পুকুরে পড়ে যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত।

এতে চালক আহত হলেও গাড়ির মধ্যে একজন আটকা পড়ে বলে জানা গেছে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারে কাজ করছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে