[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুষ্টিয়ায় শামীম বিশ্বাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায়। রোববার ভোর ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন্নাহার এবং তিনি জানান, গতকাল বিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওই যুবককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। তার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। পরে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রওশন আরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত শামীম দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, আজ পর্যন্ত কুষ্টিয়া জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩২৮ জনে। আজ নতুন রোগী ভর্তির হয়েছেন ১৬ জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ৫৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৭ জন।