৩০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় দুদকের কাছে ধরা, আটক ৩

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯,৫:৫৩ পূর্বাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দিনাজপুর জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের ঘুষের টাকাসহ অডিট কর্মকর্তা ও আরো দু’জনকে আটক করেছে দুদক। তাদের আটক করা হয় রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে।

দুদক কর্মকর্তারা জানান, দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী খলিলুর রহমানের পেনসনের ১ লাখ ২০ হাজার টাকা কম দেয়া হয় হিসাবে গরমিল দেখিয়ে।

পুরো টাকা পেতে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিট কর্মকর্তা আনোয়ার পাশা ও তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার ফেরদৌস হোসেন। বাধ্য হয়ে ৩০ হাজার টাকা ঘুষ দেয়ার সময় দুদকের একটি দল হাতেনাতে তাদের আটক করে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে