সুবীর নন্দী’র অপ্রকাশিত গান ‘বারান্দাতে’

বৃহস্পতিবার, মে ১৬, ২০১৯,৯:৫৪ পূর্বাহ্ণ
0
61

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

‘বারান্দাতে রোদ পড়েছে একলা কাঠের চেয়ার

দুরবিনে চোখ, দেখব তাকে
বসবে কি হায় সে আর।
কানামাছি খেলার ছলে অন্ধকারের কবি
আকাশজুড়ে তাকিয়ে থাকা জন্মদাতার ছবি।…’

গানটা গেয়েছেন সুবীর নন্দী। তিনি যে ধরনের গান গেয়েছেন, সেসব থেকে একদম আলাদা। এনামুল করিম নির্ঝর বললেন, ‘সবার একজন জন্মদাতা থাকে। আবার মানুষ নিজেও নিজেকে জন্ম দেয়। এই মানুষটার চলে যাওয়া নিয়ে গানটা। সুবীরদার সঙ্গে আজ কোথায় যেন গানটা বেশ মিলে গেছে।’ ‘বারান্দাতে’ গানের গীতিকার ও সুরকার তিনি।

 ‘এক নির্ঝরের গান’ প্রকল্পে সুবীর নন্দী  দুটি গান গেয়েছেন । প্রথমটি ‘খোঁজ নিয়ে দেখো তুমি’ আর অন্যটি ‘বারান্দাতে’। সম্প্রতি বরেণ্য এই সংগীতশিল্পী প্রয়াত হয়েছেন। প্রকল্পে ‘১০১টা গান’ অ্যালবামে গান দুটির মধ্যে ‘খোঁজ নিয়ে দেখো তুমি’ রয়েছে ‘এক নির্ঝরের গান’ ।  ২০১৫ সালে বেরিয়েছিল ।জানান এনামুল করিম নির্ঝর, তখন গানটি অডিও সিডি আকারে বেরিয়েছিল।তা ইউটিউবে প্রকাশ করা হবে এবার ঈদের আগে ।

সুবীর নন্দীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘বারান্দাতে’ গত মঙ্গলবার গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে । সুবীর নন্দীর খুব জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে নতুন এই গানও শ্রোতাদের পছন্দের তালিকায় যুক্ত হবে, এনামুল করিম নির্ঝর এমনটাই মনে করছেন । বললেন, ‘গানটির ভাবনার সঙ্গে মিল রেখে এর সংগীতায়োজন করা হয়েছে।ইউটিউবের জন্য ভিডিওটি ঠিক সেভাবেই তৈরি হয়েছে । সুবীরদার মৃত্যু—সবকিছু যেন অদ্ভুতভাবে মিলে গেছে গানের ভাবনা, । সবাই তা অনুভব করতে পারবেন।’

‘এক নির্ঝরের গান’ প্রকল্পে সুবীর নন্দী ‘খোঁজ নিয়ে দেখো তুমি’ আর ‘বারান্দাতে’ গান দুটি গেয়েছিলেন ২০১৪ সালে। তখন এক সাক্ষাৎকারে আলাদাভাবে গান দুটির উল্লেখ করেছিলেন। বলেছিলেন, ‘এখন তো ভালো কথা পাই না। ভালো কথার ক্ষুধা কিন্তু সব সময় অনুভব করি। জানি না,শ্রোতারা কীভাবে নেবেন গান দুটি । কিন্তু ভালো লেগেছে আমার ।’

রিয়াজুল করিম লিমন ‘বারান্দাতে’ গানের সংগীত আয়োজন করেছেন ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে