সীমান্ত থেকে ঢাকায় পাচারের সময় ১০০২ বোতল ফেন্সিডিলসহ আটক ১

বুধবার, নভেম্বর ২৭, ২০১৯,৭:১৩ পূর্বাহ্ণ
0
11

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকায় পাচারের সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩ এর সদস্যরা ১০০২ বোতল ফেন্সিডিলসহ মো. মোকারম হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন।

মঙ্গলবার গভীর রাতে দিনাজপুরের বিরামপুর মির্জাপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই যুবকে আটক করা হয়। আটক মো.মোকারম হোসেন (২২) হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মো.জয়মুদ্দিন হোসেনের ছেলে। 

র‍্যাব-১৩ জানায়, মঙ্গলবার গভীর রাতে বিরামপুর মির্জাপুর মোড় এলাকায় একদল মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে জড়ো হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ১০০২ বোতল ফেনসিডিলসহ মো.মোকারম হোসেনকে আটক করা হয়। র‍্যাবের প্রথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে