রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড, ৫ জনের মৃতদেহ উদ্ধার

বুধবার, মে ২৭, ২০২০,৫:৫২ অপরাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসি বিস্ফোরণে জরুরি বিভাগ এবং সংলগ্ন আইসিইউ করোনা ইউনিট পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আজ বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টা ২০মিনিটে। এরপর একে একে পাঁচজনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে। ধারণা করা হচ্ছে তারা সবাই করোনা রোগী ছিলেন বলে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা যায়নি। 

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, সবাই করোনা রোগী  ছিলেন। নিহতেদের সকলে পুরুষ। নিচ তলায় এসি বিস্ফোরণে আগুন লাগে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং নিহতদের লাশ হস্তান্তরের জন্য ব্যবস্থা নিচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে