মুশফিকের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিৎ: প্রধান কোচ ডমিঙ্গো

সোমবার, জানুয়ারি ২০, ২০২০,৬:২৫ পূর্বাহ্ণ
0
69

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম পারিবারিক কারণ দেখিয়ে আসন্ন পাকিস্তান সফরে যাচ্ছেন না। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন মুশফিকের এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিৎ।

পাকিস্তান সফরে মুশফিকের মতো অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যানের না যাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল রবিবার অনুশীলনের পর সাংবাদিকদের এই প্রোটিয়া কোচ বলেন,“ আমি ওর সঙ্গে কথা বলেছি। এটা তার সিদ্ধান্ত সেখানে না যাওয়া। আমাদের তো এটাকে সম্মান জানাতেই হবে। সে আমার মতোই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একজন মানুষ। অবশ্যই ওকে আমরা অনেক মিস করব। সে আমাদের সেরা খেলোয়াড়দের একজন।” 

তিনি আরো বলেন, “ভারতের বিপক্ষেও সে অনেক ভালো করেছে। তবে এখন অন্য কারও জন্য এটা একটা সুযোগ। কারও জন্য খেলা তো আর থেমে থাকবে না। একদিন মুশফিক থাকবে না, তার জায়গা তো অন্য কাউকে নিতেই হবে।”

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে