পৌরসভাগুলোকে অটোমেশনের আওতায় আনা হবে : স্থানীয় সরকার মন্ত্রী

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৯, ২০২১,৯:০২ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দেশের সকল পৌরসভার সার্ভিসসমূহকে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

          মন্ত্রী গতকাল মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন এর সাথে সাক্ষাৎকালে একথা বলেন।

          মন্ত্রী বলেন, দেশের ৩২৯টি পৌরসভায় প্রদেয় সব নাগরিক সেবা অটোমেশনের আওতায় আনতে সরকার কাজ করছে। এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অটোমেশন পদ্ধতি চালু করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে  তাঁর দেশের আগ্রহের কথা জানান।

          মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীতে আরো দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন খাতে দক্ষিণ কোরিয়ার চলমান সহযোগিতার বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা আরো জোরদার করার আশ্বাস প্রদান করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে