[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চোট ও মাতৃত্বকালীন ছুটির কারণে সানিয়া মির্জাকে টানা দুই বছর কোর্টের বাইরে থাকতে হয়েছে। বাইরে থাকলেও যে র্যাকেটে ধুলো জমেনি তা প্রমাণ করে দিলেন ভারতীয় এই টেনিস সেনসেশন। হোবার্ট ইন্টারন্যাশনাল দিয়ে স্বপ্নের প্রত্যাবর্তন হয়েছে সানিয়ার। শনিবার (১৮ জানুয়ারি) তার ইউক্রেনের সঙ্গী নাদিয়া কিচেনককে নিয়ে ৩৩ বছর বয়সী টেনিস তারকা মেয়েদের ডাবলে শিরোপা জিতেছেন।
ফাইনালে দ্বিতীয় বাছাই চাইনিজ দল শুয়াই পেং ও শুয়াই জাংকে সরাসরি সেটে হারিয়েছেন সানিয়া-কিচেনক। এই ইন্দো-ইউক্রেন যুগল প্রতিপক্ষকে হারিয়েছেন এক ঘণ্টা ২১ মিনিটে ৬-৪ ও ৬-৪ গেমে। এই নিয়ে ৪২টি ডব্লিউটিএ ডাবলে শিরোপা জিতলেন সানিয়া। পুত্র সন্তান ইজহানকে জন্ম দেওয়ার কারণে তিনি ২০১৮ ও ২০১৯ সালে কোর্টে নামতে পারেননি।