বাংলাদেশের প্রধানমন্ত্রীর খেলা নিয়ে আগ্রহ আমাকে মুগ্ধ করেছে: সৌরভ গাঙ্গুলি

সোমবার, নভেম্বর ২৫, ২০১৯,৬:১০ পূর্বাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলার প্রতি আগ্রহ দেখে মুগ্ধ।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর (শুক্রবার) বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে কলকাতার ইডেন গার্ডেনে গোলাপী বলে দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করার জন্য যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যালারিতে বসেই ভারত–বাংলাদেশের খেলা উপভোগ করেন। যা হাজারো ক্রিকেট প্রেমীর মাঝে ছুয়ে গেছে। বাধ যাননি স্বয়ং সৌরভ গাঙ্গুলি নিজেও।

ইডেন টেস্ট শেষে সৌরভ গাঙ্গুলি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয় কথা বলেন। সৌরভ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সত্যি খুব অসাধারণ। একটা দেশের প্রধানমন্ত্রীর মাঝে খেলা নিয়ে এত আগ্রহ যা আমাকে মুগ্ধ করেছে। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উনি এখানে এসেছেন যার জন্য আমরা উনার প্রতি আন্তরিক
কৃতজ্ঞ। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বছর বাংলাদেশে আসা প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন মার্চ মাসের ১৭ তারিখ। আমি অবশ্যই আসব। শুধু আসব উনার জন্য। উনাকে শ্রদ্ধা জানাতে। শি ইজ আনবিলিভেবল।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে