…….. “জাস্ট গেম “…….

শুক্রবার, মে ১৭, ২০১৯,৭:২৩ পূর্বাহ্ণ
0
225

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]


প্রায় আধা ঘন্টা ধরে তানিশা বসে আছে অয়নের জন্য। এতক্ষণ তো দেরী হবার কথা না, তাহলে কি বাসের নিচেই চাপা পড়ল! অস্বাভাবিক কিছু না, যেভাবে সারাদিন গেম খেলতে থাকে। আজকে আসুক, একটা দফারফা করতেই হবে। হয় তানিশার একদিন নয়তো গেমের একদিন। 
ওইতো আসতে দেখা যাচ্ছে। 
– কি ব্যাপার? এত দেরী হল কেন? 
– আর বল না, আবজি গেমটা খেলতেছিলাম, ভাবছিলাম ঠিক টাইমেই রওনা দেব কিন্তু এমন কৃটিকাল জায়গায় আটকে গেলাম যে…. 
– একদিন গেমটা কম খেললে হত না?
– কি করব বল? গেমের অপোনেন্ট গুলো তো আর তোমার মত সুইট না যে আমার জন্য ওয়েট করবে আর সেফ এরিয়া তো শুধু কমতেই থাকে, তোমার মত কন্সট্যান্ট না
– হয়েছে আর ঢং করতে হবে না, গেমটা আমাকে দেখাও, দেখি কি এমন জিনিস যেটা আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল তোমার কাছে
– ওহ, এই যে দেখ। তোমার মোবাইলেও ইন্সটল করে নিতে পার। 
এই যে এই দ্বীপে প্যারাস্যুট থেকে নামবে। তারপর উইপন খুঁজে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিজে ধ্বংস না হয়ে শত্রুদের ধ্বংস করা হল মেইন টার্গেট। 
– হুম, শুনে তো বেশ ইন্টারেস্টিং ই লাগছে
– বলেছিলাম না 

-একদম চুপ, আরেকদিন যদি গেম খেলার জন্য লেট করেছ তো দেখবা কি করি
– ওকে, ওকে, আর ভুল হবে না
………
উফফ, অনেক ক্ষণ ধরে গেম খেলে এখন মাথা ব্যাথা করছে। তানিশাকে ফোন দিয়ে দেখি কি করছে। 
৪ বার কল হওয়ার পর তানিশা ফোন ধরে 
– এই কি বলবে তাড়াতাড়ি বল
– কেন? 
-আমি বিজি
-বিজি কেন? 
– এইতো জাস্ট গেম খেলছিলাম 
– আবজি? বলেছিলাম না, একবার শুরু কর। আর ছাড়তে পারবা না। আমার মত নেশা হয়ে যাবে
– হুম, আবজিই খেলতেছি। 
আচ্ছা শোন পরে কথা বলব। এখন কৃটিকাল পয়েন্টে আছি। বাই
-বাই

……….

– তানিশা কাল বিকালে ফ্রি আছ?
-হুম, ফ্রি তো ছিলাম। কিন্তু….
আবজিতে কয়েকটা লেভেল কম্পলিট করতে পারতাম কালকের বিকালটা খেললে। বুঝোই তো বিষয়টা কত্ত সিরিয়াস 
-হুম, আসলেই। ওকে, তুমি লেভেল কম্পলিট কর। দেখ আমার মত আবজি প্লেয়ার হইতে পার কিনা। তাহলেই না লোকে বলবে “যেমন বফ, তার তেমনি গফ” ।
– কি আমাকে নিয়ে ফাজলামো! আমিও দেখায় দিব আমি তোমার চেয়ে বড় আবজি প্লেয়ার
– আরে, আমি তো মজা করছিলাম
……….
-কতক্ষন ধরে মেসেজ দিচ্ছি, এতক্ষণ পর সিন করলা 
কই ছিলা এতক্ষণ ? 
– এই তো জাস্ট গেম খেলছিলাম। আমি এখন অনেক ভাল খেলি।
-রাখ তোমার গেম, গেম খেলতে খেলতে খেলতে এখন আর তোমার আমার সাথে কথা বলার সময়ই হয় না
-আহ, জাস্ট গেমই তো। একদিন সবগুলা লেভেল কম্পলিট হয়ে যাবে। তখন আর খেলব না
– সেই দিন যে কবে আসবে
…………
(এক সপ্তাহ পর) 
একি তানিশা, তোমার চোখমুখের এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে কেও ড্রাগ দিয়েছে
– আর বইল না, গেম খেলতে খেলতে চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। চশমা নেয়া লাগবে মনে হচ্ছে।
– হইছে আর তোমাকে গেম খেলতে হবে না 
– জাস্ট গেমই তো, অন্য কিছু তো না
– তোমার এই জাস্ট গেমই তো সর্বনাশ করল
– না, আমি গেম খেলা বাদ দিব আর এই সুযোগে তুমি আমার চেয়ে ভাল আবজি প্লেয়ার হয়ে যাবা। এটা হতে দিব না
– তাহলে? 
– এক শর্তে গেম খেলা বন্ধ করব। 
– কি? 
– আমরা দুইজন একসাথে গেমটা আনইন্সটল করব। আর কখনো ইন্সটল করতে পারবা না।
– এ কি বললা তুমি!  এর চেয়ে তো মরণ ভাল।
– তাহলে আর কি! তুমিও খেল, আমিও খেলি। অনলাইনে কম্পিটিশন হবে, বাস্তবে দেখা হবে না।
– আচ্ছা ঠিক আছে। শর্তে রাজি 
– তাইলে ডাক কাজি সরি আনইন্সটল অপশন
(আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, আবজির দুনিয়ায় আমার জায়গা নাই রে….. )

লেখকঃ নিশাত আনজুম লিয়া , সিএসই ডিপার্টমেন্ট, কুয়েট।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে