কুড়িগ্রামে নতুন ধানের চাল আসায় কমেছে চালের দাম

শনিবার, নভেম্বর ৩০, ২০১৯,৭:০২ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কুড়িগ্রামে নতুন ধানের চাল বাজারে আসায় চালের দাম কমতে শুরু করেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে জেলা শহরের বাজারগুলোতে দেখা গেছে, প্রকারভেদে প্রতি কেজিতে চালের দাম ২ থেকে ৪ টাকা কমেছে মাত্র দু’দিনের ব্যবধানে।

গুটি স্বর্ণা ২৬ টাকা আর মিনিকেট সর্বোচ্চ ৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে খুশি ক্রেতারা। ব্যবসায়ীরা জানান, দিনে দিনে চালের দাম আরো কমবে। এদিকে দিনাজপুরের অটো রাইস মিলের চাল বাজারে আসায় সরবরাহ স্বাভাবিক রয়েছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে