[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কাশ্মীর নিয়ে এবার চীনকে সতর্ক করেছে ভারত। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা (স্বায়ত্বশাসন) বাতিল নিয়ে চীনের সঙ্গে সীমানা বিতর্কে জড়ানোর পর বুধবার (৭ আগস্ট) দেশটি এ সতর্ক বার্তা দিল ।ভারত জানিয়েছে ভারতের জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল-২০১৯ নিজেদের অভ্যন্তরীণ বিষয় । অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য না করতে নয়াদিল্লি চীনকে সতর্ক করে দিয়েছে ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের চীন সফরে থাকার কথা আগামী ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত। ওই সফরের আগে সতর্ক বার্তা দেওয়া হল বেইজিংকেএ।ভারতীয় পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ভারত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে না এবং অন্য দেশগুলোও একই পথ অনুসরণ করবে বলে আশা রাখি আমরা।