মুম্বাইয়ে হেয়ার রিমুভালের সময় ভিডিও, চিকিৎসক গ্রেপ্তার

মঙ্গলবার, জুলাই ২, ২০১৯,৬:০৮ পূর্বাহ্ণ
0
63

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বডি হেয়ার রিমুভালের সময় ভিডিও করার অভিযোগে মুম্বাইয়ের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারীর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের ওশিয়ারা থানার পুলিশ শুক্রবার লোখন্ডওয়ালার বাসিন্দা ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে। ওই নারীর অভিযোগ, আন্ধেরিতে ওই চিকিৎসকের ক্লিনিকে তিনি যখন বডি হেয়ার রিমুভাল করাচ্ছিলেন সে সময় তাঁর ভিডিও করা হচ্ছিল।

অভিযোগকারী ওই নারী গত ২৪ জুন আন্ধেরির ওই ক্লিনিকে যান। বডি হেয়ার রিমুভালের জন্য তাঁকে ওই চিকিৎসক ও তাঁর তিন নারী সহকারীর সামনেই জামাকাপড় খুলতে হয়। 

পুলিশ জানিয়েছে, যখন হেয়ার রিমুভাল চলছিল, তখন ওই নারী লক্ষ্য করেন, ক্লিনিকের ছাদে ফায়ার অ্যালার্মের কাছে একটি ক্যামেরা লাগানো রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি হেয়ার রিমুভাল থামিয়ে দেন। ওই ক্যামেরার ছবি তুলে নেন নিজের মোবাইলে এবং সেখান থেকে বেরিয়ে আসেন।

এই ঘটনার পর ওই চিকিৎসকের সঙ্গে দুই দিন তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শেষে ওই চিকিৎসক জানান, ১৫ দিন পরেই সব ফুটেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এরপরই ওই নারী ওশিয়ারা থানায় অভিযোগ করেন। পরে গ্রেপ্তার হন অভিযুক্ত চিকিৎসক।

ওশিয়ারা থানার পুলিশ কর্মকর্তা শৈলেশ পাসালভর জানিয়েছেন, গ্রেপ্তার চিকিৎসকের তিন নারী সহকারী দাবি করেছেন, অভিযোগকারী ওই নারী ক্যামেরার কথা আগে থেকেই জানতেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে