ভারতের পুলিশ বাহিনীতে নিজেদের মধ্যে গোলাগুলি, নিহত ৬

বুধবার, ডিসেম্বর ৪, ২০১৯,৮:৫৮ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতে নিজেদের মধ্যেই গোলাগুলিতে আধা সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৬ জন নিহত হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন এ ঘটনায়। আজ বুধবার ভারতীয় পুলিশ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।

জানা গেছে, কোনও কারণে দু দল আধা সেনা জওয়ানদের মধ্যে বচসা হয়। তার জেরেই এক জওয়ান তাঁর সার্ভিস রাইফেল থেকে সহকর্মীকে লক্ষ্য করে গুলি করেন। পরে তাঁকেও গুলি করা হয়। তার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, নারায়ণপুরের আইটিবিপি’র ৪৫ তম ব্যাটালিয়নের কাদেনার শিবিরে এই এই ঘটনা ঘটেছে।

তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এক জওয়ান নিরাপত্তার কাজে থাকা তার অস্ত্র দিয়ে সহকর্মীদের ওপর গুলি চালায়। এতে ৪ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। পরবর্তীতে ওই জওয়ানও নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

সূত্র : নিউজ এইটিন, এই সময় 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে