৩০ মে পর্যন্ত বাড়ল চলমান লকডাউন

রবিবার, মে ২৩, ২০২১,৪:২৪ অপরাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে চলমান বিধি-নিষেধের মেয়াদ। লকডাউন বাড়লেও অর্ধক যাত্রী নিয়ে চলবে আন্তজেলা বাস। আজ রবিবার সরকার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে জানানো হয়, ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে পর্যন্ত চলমান বিধি-নিষেধ বাড়ানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, বিধি-নিষেধ আরোপের সময়সীমা আগামী ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো। প্রজ্ঞাপনে আরো বলা হয়, এই সময়ের মধ্যে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মানতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, হোটেল-রেস্তারাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে