[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ শুক্রবার প্রথম মৃত্যুবার্ষিকী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের। সকালে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আওয়ামীলীগ নেতারা শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে। এ সময় সৈয়দ আশরাফের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিকেলে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন জেলার করিমগঞ্জ আওয়ামী লীগ নেতা মো. এরশাদ উদ্দিন তাঁর প্রতিষ্ঠিত আলহাজ এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে।
সৈয়দ আশরাফুল ইসলাম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ১/১১-পরবর্তী রাজনীতিতে। তখন নিজ দলে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের বিষয়টিও সব মহলে প্রশংসিত হয়। সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বলেন, ‘সৈয়দ আশরাফ বাংলাদেশের একটি নক্ষত্র। সেই নক্ষত্র দেশকে আলো দিচ্ছে। আমি ভাইয়ের দৃষ্টিভঙ্গি ও চেতনা ধারণ করে রাজনীতিতে এসেছি।’ সৈয়দ আশরাফের জন্য দেশে বা কিশোরগঞ্জে বড় কিছু করা হচ্ছে না কেন? এ প্রশ্নের উত্তরে জাকিয়া নূর বলেন, ‘সৈয়দ আশরাফ ছিলেন প্রচারবিমুখ, অত্যন্ত নিভৃতচারী মানুষ। আমরা তাঁর সেই জিনিসটাকে সম্মান করি। বড় ভাই তাঁর ইচ্ছা, আদর্শ ও চেতনার প্রতি যেমন অনাড়ম্বরতা পছন্দ করতেন, আমরা তাঁর স্মৃতির সেভাবেই ধরে রাখার চেষ্টা করব। মানুষের ভালোবাসাই তাঁকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল।’