[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান এম পি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এম পি এক শোক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির রংপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য শ্রমিক নেতা ফজলুল হক এর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
পার্টির প্রবীন এই গত রাতে ৩ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। মৃত্যুকালে তিনি তিন পুত্র এক কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিবৃতিতে বলা হয়, আজীবন সংগ্রামী জনাব ফজলুল হক সমাজতান্ত্রিক আন্দোলনের প্রতি অবিচল থেকে শোষন মুক্তির লক্ষে আমৃত্যু শ্রমিক আন্দোলনের সংগ্রামী ধারায় নিয়োজিত থেকেছেন।