রেল লাইনের ওপরে ২ ভাইয়ের ঝগড়া, ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০১৯,৫:০৮ পূর্বাহ্ণ
0
261

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতের পশ্চিমবঙ্গে দুই ভাইয়ের বিবাদ যে এত করুণ পরিণতির দিকে যাবে, তা কেউই ভাবতে পারেনি। হিতাহিত জ্ঞান হারিয়ে দুই ভাই ঝগড়া করছিলেন রেল লাইনের ওপরেই। কলকাতার দমদমে স্টেশনের কাছে রেললাইনের ধারে ঘটেছে এ ঘটনা। পারিবারিক বিবাদে দুই ভাই ঝগড়া করছিলেন। এ সময় ঘটে গেল সেই দুর্ঘটনা। ঝগড়ারত অবস্থাতেই ট্রেনের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু হল। এতে শোকের ছায়া নেমেছে সেই এলাকায়। দুই ভাইয়ের নাম উমেশ বাসফোর (২৭) এবং লালন বাসফোর (৩০)।

বুধবার রাতে দুই ভাইয়ের মাঝে ব্যাপক ঝগড়া বাধে। একজন আরেকজনকে রড দিয়ে মারতে যায়। দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল হচ্ছিল রেললাইনেই। সে সময় ডাউন লাইনে শিয়ালদহগামী একটি ট্রেন চলে আসে। আশপাশের লোকজন চেঁচামেচি করে দুজনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

দুর্ঘটনায় রেল লাইনে দাঁড়িয়ে ঝগড়ারত দুই ভাই চলন্ত ট্রেনের সামনের লোহার বাম্পারে আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই দাঁড়িয়ে যায় ট্রেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রেনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। দমদম স্টেশনের জিআরপি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। তারা দেহদুটি উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে