[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এবার রাজধানীর সোনারগাঁও হোটেলের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে । ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান এবং তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এখনো পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের শিখা কমে গেলেও ধোঁয়ার পরিমাণ বাড়ছে। এর আগে, হোটেলটির এক কর্মী নিজের ফেসবুক এই আগুনকে ভয়াবহ বলেও উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন।