যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ

বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯,৫:১৭ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আইনানুগত ব্যবস্থা নিতে,  নির্দেশ দেয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর নিয়ে বুধবার (২৪ জুলাই) বিকেলে সমন্বয় সভা হয়।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় গুজব প্রতিরোধে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়।

এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি কর্পোরেশনকে মশা নিধন অভিযান জোরদার করার নির্দেশনা দেয়ার পাশাপাশি, হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গুরোগীর প্রতি বিশেষ নজর দিতে বলা হয়
বিশেষ মেডিকেল টিম গঠন করতে । প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে