[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ছোট পোশাকে মন্দিরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলড হচ্ছেন বলিউড নায়ক অজয় দেবগন ও কাজল-কন্যা নাইসা। সম্প্রতি মন্দিরে পূজা দিতে গেলে মিডিয়া সাংবাদিক ও ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়েন নাইসা। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হতেই সমালোচনা শুরু হয়। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
ছবিতে দেখা যাচ্ছে নীল ডেনিমের সঙ্গে স্লিভলেস হলদে ক্রপ টপ পরেছেন নাইসা। কপালে চন্দনের টিপ। হাতে পূজার সরঞ্জাম। বাবা অজয় দেবগনের সঙ্গে পূজা দিতে গিয়েছিলেন তিনি।
এমন ছবি নিয়ে ট্রোলড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন, ‘আমি যদি এ রকম জামা পরে মন্দিরে যেতাম বাবা আমায় জোরে চড় মারত’, ‘মন্দির যাচ্ছ না কি জগিং করতে?’ ‘এভাবে কেউ মন্দিরে যায়!’ মূলত এমন ছোট পোশাক পরে মন্দিরে যাওয়ার কারণেই এমন সমালোচনায় শিকার হয়েছেন নাইসা। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি দেবগন পরিবার।































