[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভোলার বোরহানউদ্দিনের সহিংসতার মামলায় গ্রেফতার রাজিব ও সজিবকে তিন দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক। এর আগে, বোরহানউদ্দিনে পুলিশের ওপর হামলার ঘটনায় বুধবার (২৩ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। এ ঘটনার জেরে রোববার সকাল ১০টার দিকে ভোলা বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে পুলিশ-সাধারণ মানুষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আশঙ্কাজনকে ৩ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববারের সংঘর্ষে পর একদল লোক বোরহানউদ্দিনের ভাওয়াল বাড়ির মধ্যে শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম মন্দিরে হামলা করে সেখানে থাকা চেয়ার ও প্রতিমা ভাংচুর এবং কয়েকটি হিন্দু বাসায় ভাংচুর করে ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এমন অভিযোগ করে মন্দিরের সভাপতি সত্য প্রসাদ দাস বোরহানউদ্দিন থানায় অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।