[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রীকে উত্যক্তের জের ধরে দু’দলের সংঘর্ষে পুলিশসহ অন্তত আহত হয়েছে ৩০ জন । সৈয়দটুলা গ্রামে এ ঘটনা ঘটেআজ সকালে উপজেলায় ।
জানা যায়, সকালে সৈয়দটুলা গ্রামের নয়াপাড়া এলাকার দুই ছাত্রী সরাইল সদরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ফকিরপাড়ার আবদুল্লাহ, মুয়াজ্জিনসহ কয়েকজন বখাটে তাদের উত্যক্ত করে। এ খবর পেয়ে নোয়াপাড়ার লোকজন ফকিরপাড়ায় জিজ্ঞেস করতে গেলে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও মারামারি ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জড়িয়ে পড়েন সংঘর্ষে ।
মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ ও ২০ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সরাইল থানার ওসি (তদন্ত) নূরুল হক, এসআই রফিক, কন্সটেবল নাজমুল, রুকন উদ্দিন, বেলাল, গ্রামবাসী আশিক (২৫), ফয়সল (১৮), আবদুল্লা (২৬), মোস্তফা (২০), জুয়েল (২৪), মোফাচ্ছেরসহ (২০) ৩০ জন আহত হয়। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া বলেন, ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ শর্টগানের গুলি ছুড়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়েনি।