বেগম খালেদা জিয়ার কারামুক্তিকে স্বাগত জানালো ইইউ

শুক্রবার, মার্চ ২৭, ২০২০,২:৪৫ অপরাহ্ণ
0
113

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কারাগার থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে। আজ শুক্রবার ইইউর মুখপাত্র এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানান খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে। 

ইইউ মুখপাত্র বলেন, ইইউ ও এর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোর অব্যাহতভাবে খালেদা জিয়ার মুক্তির জন্য আহ্বান জানিয়ে আসছিল। গত দুই বছরে কারাবাসের সময় তাঁর (খালেদা জিয়ার) স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে। আমরা আশা করি, খালেদা জিয়া এখন প্রয়োজনীয় চিকিৎসা পাবেন।

ইইউ মুখপাত্র আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকারকে উত্সাহিতকরণ এবং বিচার বিভাগের স্বাধীনতাকে জোরালোভাবে সমর্থন করে। ইউরোপীয় ইউনিয়ন করোনাভাইরাস সংক্রমণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে