বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনার প্রধান মাস্টার আবুল বাশারকে গ্রেপ্তার করেছে র‌্যাব

সোমবার, জুলাই ১৩, ২০২০,৪:৫৯ অপরাহ্ণ
0
48

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

র‌্যাব দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় আসামী ময়ূরী-২ লঞ্চের মাস্টার আবুল বাশারকে । এরই মধ্যে পুলিশের তদন্তে উঠে এসেছে মাস্টার আবুল বাশারের অবহেলার কারণেই ময়ূরী-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

এ ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্ত করছে নৌ-পুলিশের সদরঘাট নৌ থানা।

ওই থানার ওসি রেজাউল করিম জানান, এর আগে মামলাটির প্রধান আসামি লঞ্চের মালিক সোয়াদ এবং সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে দুজনেই জেলহাজতে পাঠানো হয়েছে।

আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্যে পাওয়া গেছে, মাস্টারের লঞ্চ চালনায় ত্রুটির কারণেই দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছে। ঘটনার সময় মাস্টার আবুল বাশার নাসিরকে চালানোর দায়িত্ব দিয়েছিলেন।

মাস্টার আবুল বাশারকে র‌্যাব হস্তান্তর করলে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে