প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঁকড়া ধরায় ৪ জেলে আটক

বুধবার, জানুয়ারি ১৫, ২০২০,৫:৪৫ পূর্বাহ্ণ
0
192

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সুন্দরবনে চলমান কাঁকড়া প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে কাঁকড়া ধরার অপরাধে ৪ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা। গতকাল বুধবার ভোরের দিকে স্মার্ট প্যাট্রল টিমের দলপতি নাসিরুদ্দীনের নেতৃত্বে সদস্যরা গহীন সুন্দরবনে ৪৭ নম্বর কর্ম্পাটমেন্টের আওতায় নচুখালী অভয়ারণ্য (রিজার্ভ ফরেস্ট) খাল থেকে জেলেদের আটক করে। 

আটক জেলেরা হলেন- রমজাননগর ইউনিয়নের মীরগাং গ্রামে সুজা উদ্দীন গাজীর ছেলে জুব্বার গাজী (৩২) ও হাসান গাজী (২৫) এবং একই গ্রামের কওসার গাজীর ছেলে ইছহাক গাজী (২১) ও মো. ইসমাইল গাজী (২২)।  

সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, চলমান কাঁকড়া প্রজনন মৌসুম নির্বিঘ্নে সম্পন্ন করতে সুন্দরবনে নদীতে টহল দেওয়ার সময় স্মাট পেট্রল টিমের সদস্যরা ৪ জেলেকে আটক করে। এসময় আহরণকৃত কাঁকড়া, দড়ি, বৈঠা, নোঙ্গরসহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করা হয়। আটক জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে