নরসিংদীতে বাস চাপায় নিহত ১,আহত ১

রবিবার, জুলাই ২১, ২০১৯,১০:১৩ পূর্বাহ্ণ
0
61

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নরসিংদীতে বাসের চাপায়  নিহত হয়েছেকাওসার মিয়া (২৮) নামে এক পথচারী। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে । এ দুর্ঘটনা ঘটে আজ রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ে । এ ঘটনায় ঘাতক বাস চালক রুবেল (৩৫)-কেপুলিশ আটক করেছে । 

আবুল হোসেনের ছেলে নিহত কাওসার মিয়া চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার রাজারগাও গ্রামের । নিহত কাওসার কাজ করতো পলাশ উপজেলার তার চাচাতো ভাই সাদ্দামের ফার্নিচারের দোকানে । আহত সাফিয়া বেগম (৪০) একই এলাকার মঙ্গল মিয়ার স্ত্রী। 

মাধবদী থানা পুলিশ জানায়, নিহত কাওছার ও তার চাচী সাফিয়া বেগম গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পলাশ থেকে রওয়ানা করে। পরে তারা পাঁচদোনা পৌঁছালে অটোরিক্সা থেকে নামলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পরিবহন বাস  পথিমধ্যেই চাপা দেয় তাদেরকে। এতে তারা আহত হয় দুজনেই। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে  কাওসারকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক। আর সাফিয়া বেগমের অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে । স্থানীয়রা ঘাতক বাস চালক রুবেলকে আটক করে হস্তান্তর করেন পুলিশের কাছে । 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনায় জড়িত ঘাতক বাস চালক ও ঈগল পরিবহনের একটি বাস আটক করা হয়েছে। এ ঘটনায় প্রস্তুতি চলছে থানায় মামলা দায়েরের । 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে