নতুন অতিথি আসছে বাপ্পা-তানিয়ার ঘরে

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯,৫:২৭ পূর্বাহ্ণ
0
134

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন দম্পতি বিয়ের ১ বছর ৪ মাস পার করলেন। সঙ্গে দিলেন সুখবরও। তাদের ঘরে আসছে নতুন অতিথি। মা হতে চলছেন তানিয়া হোসাইন। এমন তথ্য নিশ্চিত করেছেন বাপ্পা মজুমদার।

বাপ্পা মজুমদার বলেন, ‘আমাদের ঘরে নতুন অতিথি আসছে এই খুশির খবর সবাইকে জানাতে চাই। এর বেশি এখন আর কিছু জানাতে চাইছি না।’

প্রসঙ্গত, ২০০৮ সালে বাপ্পা মজুমদার ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীকে। সেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেলে ২০১৮ সালের ২৩ জুন অভিনেত্রী তানিয়া হোসাইনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বাপ্পা। এটি ছিল দুইজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগে আর ২০১০ সালে পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেছিন তানিয়া হোসাইন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে