[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ফিলিস্তিনের আল আকসা মসজিদে রমজানের দ্বিতীয় জুমায় দুই লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন ইসরাইলি পুলিশের ব্যাপক তল্লাশির মধ্যেও ।
আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব আনাদলুকে জানান, দুই লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন রমজানের দ্বিতীয় জুমায় আল আকসার ভেতর ও বাইর মিলে ।
তিনি জানান, রমজান মাসে আল আকসা মসজিদে শুক্রবার নামাজ আদায় করতে আসেন ইসরাইলি নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনিরা সব সময় ।
কেবল মাত্র চল্লিশ বছরের বেশি ও ১২ বছরের কম বয়সী পুরুষদের মসজিদে প্রবেশে অনুমতি দিয়েছিল দখলদার ইসরাইলি বাহিনী ।
ইসরাইলি পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছেন আনাদলুর স্থানীয় সংবাদদাতা জেরুজালেমের ওল্ড সিটির প্রবেশদ্বার এবং আল-আকসা মসজিদের প্রবেশপথগুলোয় ।
মসজিদের খতিব শেখ ইসমাঈল নুহদাহ ইসরাইলি বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল থেকে আল আকসায় জুমা আদায় করতে আসায় বিষয়টির প্রশংসা করেন ।
জুমার খুতবায় তিনি বলেন, মুসলমানদের বিভিন্ন এলাকা থেকে আল আকসায় ছুটে আসার বিষয়টি প্রশংসনীয়।
তিনি আরও বলেন, লাখো মুসল্লির এভাবে আগমন তাদের মসজিদটিকে আটকে রাখার ব্যাপারে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে।