ঢাকায় ডেঙ্গু জ্বরে বেনাপোলের রুমানার মৃত্যু

রবিবার, জুলাই ২৮, ২০১৯,৭:১৯ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ডেঙ্গু জ্বরে দীর্ঘ সতের দিন মৃত্যের সাথে লড়াই করে বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী মেহেরুল্লার মেয়ে স্ত্রী রুমানা খান না ফেরার দেশে চলে গেলেন । শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যৃ হয়। রুমানা ঢাকার বেনাপোল সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জামসেদ আলী খানের স্ত্রী। তার স্বামীর সঙ্গে তিনি ঢাকায় থাকতেন। 

রুমানার বাবা মেহেরুল্লাহ জানান, ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা গত ১০ জুলাই তাকে ভর্তি করে রাজধানীর স্কয়ার হাসপাতালে । এরপর তাকে  রাখা হয় আইসিইউতে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়। শনিবার সকালে রুমানার মরদেহ  আনা হয় গ্রামের বাড়ি বেনাপোলে। সন্ধ্যায় জানাজা শেষে তাকে দাফন করা হয় বেনাপোলের সাদিপুর গ্রামে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে