ডিএনসিসি ৯ কাউন্সিলরকে কারণ দর্শানো নোটিশ

বুধবার, অক্টোবর ২৩, ২০১৯,৯:৩৩ পূর্বাহ্ণ
0
46

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৯ কাউন্সিলরকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনবারেরও বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় তাঁদেরকে শোকজ করা হয়েছে বলে জানান তিনি।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, তিনবারেরও বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে ডিএনসিসির ৯ জন কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা নোটিশের সন্তোষজনক জবাব না দিলে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। তাঁদেরকে বহিষ্কার করা হবে মন্ত্রণালয় আইন অনুযায়ী। আর এর বাইরে কেউ দোষী হলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে