[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঈদে বাড়ি ফেরার টিকিট বিক্রির পর এবার শুরু হয়েছে ঈদের অগ্রিম ফিরতি টিকিট বিক্রির কার্যক্রম। আজ বুধবার সকাল ৯টায় রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর স্টেশনসহ নির্ধারিত পাঁচ স্থান থেকে শুরু হয় এ টিকিট বিক্রি ।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদের ফিরতি টিকিটের ক্ষেত্রে যারা ২৯ মে টিকিট সংগ্রহ করবেন, তারা পাবেন ৭ জুনের টিকিট । আর যারা ৩০ ও ৩১ মে টিকিট সংগ্রহ করবেন তারা ৮ জুন ও ৯ জুনের টিকিট পাবেন। এছাড়া ১ জুন পাবেন ১০ জুনের এবং ২ জুন পাবেন পাবেন ১১ জুনের টিকিট ।
সূত্র আরো জানায়, আগের মতোই একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। জাতীয় পরিচয়পত্র দেখিয়েই যাত্রীদের সংগ্রহ করতে হবে টিকিট । এছাড়া ৫০ শতাংশ টিকিট অনলাইনে অ্যাপের যাত্রীরা মাধ্যমে কিনতে পারবেন । অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি না হলে তা অবিক্রিত টিকিট কাউন্টার থেকে দেয়া হবে।
এদিকে ফিরতি টিকিট কেনার বেলায়ও আগের মতোই নির্ধারিত পাঁচ স্থানেই টিকিটপ্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই রাত থেকে স্টেশনে নির্ধারিত লাইনে বসে নির্ঘুম সময় পার করেছেন। আবার অনেকে সেহরি খেয়েই স্টেশনে চলে আসেন বলে জানা গেছে।
এর আগে গত ২২ মে থেকে আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে ২৬ মে শেষ হয়।
তাই আমাদের সবার উচিত পবিত্র মাহে রমজানের শেষ দশকে ইতিকাফের চেষ্টা করা। কোনো কারণে ইতিকাফ করা সম্ভব না হলেও বেশি বেশি ইবাদতে মগ্ন থাকা। রাত জেগে স্বীয় গুনাহের থেকে তওবা করা। আগামী দিনে সব গুনাহ থেকে পবিত্র থাকার দৃঢ় সংকল্প করা।