[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভারত সফরের আগ মুহূর্তে বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসানরা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) বলছে, এই ধর্মঘট পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর ফলে টাইগারদের ভারত সফর নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা ভারতীয় সংবাদ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানালেন।
বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘টাইগারদের বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড নজরে রেখেছে। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয়। আমরা সব শুনেছি। কিন্তু এখনই কোনও মন্তব্য করার প্রয়োজন মনে করছি না।’
বিসিসিআইয়ের আরেক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সাকিবদের সঙ্গে কোহলিদের কলকাতায় টেস্ট রয়েছে। যা নিয়ে বাংলাদেশি সমর্থকদের মধ্যে উৎসাহ রয়েছে। ঢাকা থেকে অনেক সমর্থক কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি বিসিবি সভাপতির অনুরোধে ক্রিকেটাররা খেলতে চলে আসবেন।’
প্রসঙ্গত, আগামী ৩ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ ও ভারত মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এরপরে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।