[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দেশজুড়ে মহামারী রূপ নেয়া ডেঙ্গুর প্রকোপে যখন সারাদেশ আতঙ্কিত, এমনই সংকটময় মুহুর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য প্রধানমন্ত্রীর আহবানে বিগত ০৩ আগস্ট, ২০১৯ইং জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ লাট মিয়া সাহেবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ছাত্রের অংশগ্রহনে জনসচেতনতামূলক এক বিশাল র্যালির আয়োজন করা হয়। যেখানে ডেঙ্গু মশা নিধন ও ডেঙ্গু রোগে করণীয় সম্পর্কে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা সম্বলিত লিফলেট সমগ্র বাঘৈর, কেরাণীগঞ্জ এলাকার প্রায় আট হাজার (৮,০০০) পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

এরই ধারাবাহিকতায় বিগত সময়ে এলাকা জুড়ে এডিস মশার লার্ভা ধ্বংস করার উদ্দেশ্যে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় যার অংশ হিসেবে জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় শাহসুফী সাইয়্যেদ গোলাম মোনয়েম হোসাইনী চিশতী (মাঃ জীঃ আঃ)-এর নির্দেশনায় আজ ৩০শে আগস্ট, ২০১৯ রোজঃ শুক্রবার সকাল ০৯.০০ ঘটিকা হতে বেলা ০১.০০ ঘটিকা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ছাত্র ও এলাকাবাসীর অংশগ্রহণে এডিস মশার লার্ভা বিনষ্টের লক্ষ্যে স্প্রে মেশিন ও ফগার মেশিনের সাহায্যে বিস্তর এলাকাজুড়ে ঔষধ ছিটানো হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ লাট মিয়া সহ সমাজের গণ্যমান্য ব্যাক্তি এবং জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব সাইয়্যেদ গোলাম মোদাসসের মাওলা (মাঃ জিঃ আঃ) ও ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহন করেন।

উল্লেখ্য, উক্ত কর্মসূচিতে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান এবং মশার ঔষধ স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তিতে, ফাউন্ডেশন পরিচালিত মুঈনীয়া ইসলামিয়া আলিয়া মাদরাসা প্রাঙ্গণে এক দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানব কল্যাণের এই মহতি কর্মসূচি সফলভাবে পরিচালনার তৌফিক দানের জন্য শুকরিয়া জ্ঞাপন করা হয়।
