চার লেন সড়কের নির্মাণকাজের উদ্বোধন করলেন পানি সম্পদ উপমন্ত্রী

রবিবার, মার্চ ১, ২০২০,৮:১৪ পূর্বাহ্ণ
0
280

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ৮৫৯ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর (মনোহর বাজার) থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত শীর্ষক প্রকল্পে নির্মিতব্য সড়কটি সম্পন্ন হলে পদ্মা সেতু থেকে ৪ লেনের এই সড়কটি সরাসরি সংযুক্ত হলে যোগাযোগ ব্যবস্থা আরো সুগম হবে। এছাড়া মেঘনা নদীর ওপর দিয়ে সেতু বা টানেল নির্মাণের জন্য ফিজিবিলিটি স্ট্যাডি চলছে।

উপমন্ত্রী গতকাল শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার বালারহাটে মনোহর বাজার থেকে আলুবাজার ফেরিঘাট পর্যন্ত চার লেনের সড়কের নির্মাণকাজ উদ্বোধনকালে একথা বলেন। 

এর আগে শরীয়তপু‌রের সখিপুর থানাকে উপজেলায় উন্নীত করার লক্ষ্যে যৌক্তিক প্রস্তাব প্রেরণের নিমিত্তে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যাল‌য়ের স‌ম্মেলন ক‌ক্ষে ‘গণশুনানি’ অনু‌ষ্ঠিত হয়। গণশুনা‌নি‌তে পানি সম্পদ উপমন্ত্রী প্রধান অতিথি হিসেবে এবং ভেদরগঞ্জ ও স‌খিপুরের সাধারণ জনগণ, জনপ্রতি‌নি‌ধি ও রাজ‌নৈ‌তিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে