[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল অভিযুক্তকে সাভারের ব্যাংক কলোনি থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। অভিযুক্ত ধর্ষকের নাম রতন (১৮)।
র্যাব-১০, ক্রাইম প্রিভেনশন কম্পানি ৩-এর কম্পানি কমান্ডার মেজর আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত রতনসহ অন্যরা ওই কিশোরীকে ধর্ষণের পরিকল্পনা করে। এর মধ্যে পাঁচজনকে আগেই আটক করা হয়। মূল অভিযুক্তকে আটক করার জন্য ছায়াতদন্ত শুরু করে র্যাব। অতঃপর গতকাল দিবাগত রাত আড়াইটার সময় রতনকে সাভারের ব্যাংক কলোনি থেকে আটক করা হয়। মেজর আনিস আরো বলেন, আটক রতন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে ওই কিশোরীকে তিনবার ধর্ষণ করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৭-৮টার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসূল এলাকায় নির্মাণাধীন ভবনে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এর আগে তার এক বান্ধবী তাকে মিথ্যে বলে সেখানে ডেকে নিয়ে যায়। শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই কিশোরীর বান্ধবীসহ পাঁচজনকে আটক করেছে আগেই। আটক রতনকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।





























