কাতারের মাঝ আকাশে দুটি মিলিটারি প্লেনের সংঘর্ষ

বুধবার, জুলাই ১০, ২০১৯,৯:০২ পূর্বাহ্ণ
0
70

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কাতারে মাঝ আকাশে মধ্যে সংঘর্ষ হয়েছে দুটি মিলিটারি প্লেনের । বিধ্বস্ত হয়েছে দুটি প্লেনই । প্লেন দুটি সামরিক প্রশিক্ষণের বিমান ছিল।এ ঘটনা ঘটেছে আজ বুধবার । এ এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ।  

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার মাঝ আকাশে । তবে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন উভয় বিমানের পাইলট ।
 
কি কারণে এই সংঘর্ষ হয়েছে তা এখনও জানা যায়নি। 

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে জার্মানির উত্তরাঞ্চলের একটি শহরে প্রশিক্ষণরত দুটি বিমানের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় বিমান দুটির একজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও  মারা যান অন্যজন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে