প্রথম বাণিজ্যিক প্লেন চালানোর অনুমতি পেয়েছেন সৌদি আরবের এক নারী

মঙ্গলবার, জুন ১৮, ২০১৯,৬:৫৫ পূর্বাহ্ণ
0
55

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাণিজ্যিক প্লেন চালানোর অনুমতি পেয়েছেন সৌদি আরবে  এক নারী। দেশটির কোনো বাণিজ্যিক প্লেনে প্রথম নারী পাইলট তিনি। এই পাইলটের নাম ইয়াসমিন আল মাইমানি। তবে তিনি প্লেন চালানোর লাইসেন্স পেয়েছিলেন ছয় বছর আগে । 

সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।  

জানা গেছে, নেসমা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসমিন। এয়ারলাইন্সটি সৌদি ও মিশরের বিভিন্নস্থানে ফ্লাইট পরিচালনা করে থাকে।

বৈমানিক হিসেবে যোগ্যতা অর্জন করেন ইয়াসমিন জর্ডান থেকে । এরপর যুক্তরাষ্ট্রে ৩০০ ঘণ্টা বিমান উড়ানোর প্র্যাকটিস করেছেন তিনি। ২০১৩ সালে ইয়াসমিন তার মার্কিন বিমান চালানোর লাইসেন্সের সঙ্গে সৌদির বিমান চালানোর লাইসেন্স অদল-বদল করেন।

এদিকে ইনস্টাগ্রাম পোস্টে প্লেনের ককপিটে বসা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন ইয়াসমিন। এই পোস্টের নিচে লিখেছেন, আজ আমার স্বপ্নপূরণ হয়েছে, আল্লাহকে ধন্যবাদ। ফার্স্ট অফিসার হিসেবে কাজ করার অনুমতি পেয়েছি। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে