করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

সোমবার, জুন ১, ২০২০,৬:০১ অপরাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে তাকে।

সোমবার (১ জুন) রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিও অ্যান্ড ডিরেক্টর আল ইমরান চৌধুরী মোহাম্মদ নাসিমের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার দুপুর ১২টার সময় শ্বাসকষ্ট নিয়ে উনি (নাসিম) হাসপাতালে আসেন। এরপর করোনা উপসর্গ দেখতে পাওয়ায় তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হলে রিপোর্টে পজিটিভ আসে।’ 

আল ইমরান চৌধুরী আরো বলেন, বর্তমানে নাসিম সাহেব আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’  তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয় জানান, আজ শ্যামলীতেই থাকবেন। দরকার হলে তাকে আগামীকাল সিএমএইচ এ নেওয়া হবে। প্রধানমন্ত্রী সিএমএইচ এ বলে দিয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে