করোনার প্রভাবে আরব আমিরাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বুধবার, মার্চ ৪, ২০২০,৫:৫৩ পূর্বাহ্ণ
0
14

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে আগামী রবিবার থেকে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান চার সপ্তাহের বন্ধ ঘোষণা করা হয়েছে।

আমিরাতের মন্ত্রীপরিষদের বৈঠকে গতকাল মঙ্গলবার (৩ মার্চ) এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বলা হয় করোনাভাইরাসের প্রভাব যেন শিক্ষার্থীদের ওপর না পড়ে তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনা ভাইরাসের বিস্তাররোধে প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী মঙ্গলবার (৩মার্চ) একদিনেই ছয় জন করোনা রোগী শনাক্তসহ এ পর্যন্ত আমিরাতে বিভিন্ন দেশের মোট ২৭ জন নাগরিক করোনোভাইরাস (কোভিড -১৯) এ আক্রান্ত হয়েছেন। এ সময় আরো জানানো হয়, এবারের বসন্তকালীন ছুটি যা ২৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হবার কথা তা আগামী রবিবার (৮ মার্চ) থেকে কার্যকর হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে