ইয়ুথ এনলাইটেনমেন্টের প্রশিক্ষণ পেলো ১২৯ শিক্ষার্থী

বুধবার, অক্টোবর ১৪, ২০২০,১২:৩৩ পূর্বাহ্ণ
0
105

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল শাহরিয়া ইমন: তরুণদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব তৈরি এবং মান সম্পন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে আলোকিত তরুণ হিসেবে গড়ে তোলা এবং এসডিজির লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতার উদ্দেশ্যে ইয়ুথ এনলাইটেনমেন্ট সংগঠনের প্রতিষ্ঠা করা হয়।

ইতোমধ্যেই ইয়ুথ এনলাইটেনমেন্ট কর্তৃক পাঁচটি প্রশিক্ষণ পর্বের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পিছিয়ে পড়া তরুণদেরকে কাজে যুক্ত করে তাদেরকে দক্ষ জনসম্পদে পরিণত করা জন্য। তারই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর লিংকডিন(Linkedin) অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

লিংকডিন(Linkedin) অনলাইন প্রশিক্ষণ-এর প্রশিক্ষক হিসেবে ছিলেন ফিরোজ মাহমুদ। লিংকডিন (Linkedin) প্রশিক্ষণ এর মাধ্যমে অংশগ্রহণকারী তরুণরা লিংকডিন একাউন্ট তৈরি এবং এর বিভিন্ন ব্যবহারসহ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে।

উল্লেখ্য, এই প্রশিক্ষণ পর্বে ৩০০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেন এবং তাদের মধ্যে থেকে ১২৯ জনকে বাঁছাই করে অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া অর্ধশতাধিক শিক্ষার্থী ট্রেনিংটি সম্পর্কে মতামত দিয়েছেন এবং তারা জানিয়েছেন, এই ট্রেনিংয়ে তারা অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত।

সেই সাথে তারা আরো জানিয়েছে, উক্ত ট্রেনিং এর মাধ্যমে তারা লিংকডিন (Linkedin) সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে। এরকম শিক্ষণীয় আরও কিছু প্রশিক্ষণ প্রতিটি জেলা এবং বিভাগীয় পর্যায়ে করারও সুপারিশ করতে দেখা যায় অংশহগ্রহণকারীদের।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে