আল্লামা শাহ আহমদ শফী সাহেব হাসপাতালে ভর্তি

বুধবার, জানুয়ারি ৮, ২০২০,৯:১০ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বড় ছেলে হাটহাজারী মাদ্রাসার সহকারি শিক্ষা পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি আল্লামা শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। বর্তমানে তার বয়স ১০৩ বছর। আজ বুধবার সকাল থেকে ডায়রিয়ার সঙ্গে বমি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তাঁর ছেলে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে