বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এটিএম শামসুজ্জামানের ৭৮তম জন্মদিন আজ

মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৯,৯:৩৩ পূর্বাহ্ণ
0
89

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে কিছুটা স্বাভা‌বিক জীবনে ফিরে আসতে চলেছেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। আর এরই মধ্যে চলে এলো তার জন্মদিন। আজ ১০ সেপ্টেম্বর প্রিয় এ অভিনেতার জন্মদিন। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতাকে হাস্যোজ্জ্বলরূপে পাওয়া গেল ৭৮তম জন্মদিনে । 

তার সময় কাটছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মেয়ের বাসায়। সেখানেই একটি বেসরকারি টিভি চ্যানেল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এরপর তার ছবি অঙ্কিত কেক কেটে পালন করলেন জীবনের ৭৮তম জন্মদিন।

এটিএম শামসুজ্জামান বলেন, আল্লাহর নিকট প্রার্থনা, নামাজ, রোজা ও বই পড়ে সময় কাটাই। যেহেতু আমি লেখালিখি করতাম সেই সুবাদে প্রচুর পড়াশোনাও করেছি। এখন এই অবসর সময়ের অধিকাংশ সময় কেটে যায় বইয়ের সাথে। আমি প্রচণ্ড আত্মবিশ্বাসী মানুষ, প্রচণ্ড আত্মবিশ্বাস ও সকলের দোয়ায় আমি ভালো আছি। এখন সুস্থ আছি সম্পূর্ণভাবে। আমার জন্য দোয়া করবেন সকলে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে