অবশেষে নলকূপ থেকে উদ্ধার হল শিশুর লাশ

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০১৯,৫:১৩ পূর্বাহ্ণ
0
68

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অবশেষে টানা ৩ দিনের লড়াই ব্যর্থ হয়েছে। তামিলনাডূর তিরুচিরাপল্লীতে সুজিত(২) নামের যে শিশুটি তিন দিন আগে পরিত্যক্ত নলকূপে পড়ে গিয়েছিল তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে এই তথ্য জানা গেছে ভারতীয় সরকারী সূত্রের বরাতে।

ভারতীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সুজিত উইলসন নামে ওই দুই বছরের শিশুর দেহ নলকূপের মধ্যে পচতে শুরু করেছিল। সরকারিভাবে শিশুটিকে উদ্ধারের সমস্ত চেষ্টা স্বত্বেও সুজিতকে ফিরে পাওয়া গেল না। অপর এক কর্মকর্তা জানিয়েছেন, কূপের মধ্যে দেহের সন্ধান পাওয়ার পরেই খনন প্রক্রিয়া বন্ধ রাখা হয়।

এদিকে, সোমবার রাতে জানানো হয়, শিশুটিকে উদ্ধারে সময় লাগবে আরও ১২ ঘন্টা। কূপের মধ্যে থেকে আসা একটা বিকট গন্ধ পেয়েই কর্তৃপক্ষের তরফে জানানো হয় মৃত্যু হয়েছে ২ বছরের শিশুর। দেহ উদ্ধারের পর তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

পরিবহণ দপ্তরের প্রধান সচিব এবং ত্রান কমিশনার যে রাধাকৃষ্ণান জানান, শিশুর দেহ পচতে শুরু করেছে। আমরা উদ্ধারের চেষ্টা করেছিলাম। কিন্তু, দুর্ভাগ্যক্রমে কূপটি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু হয়। এবং খনন কাজ বন্ধ হয়।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যার সময়ে ওই পরিত্যক্ত নলকূপের কাছে খেলছিল দুই বছরের সুজিত। সেই সময় ওই কূপে পড়ে যায় সে। তাঁর খজ পাওয়া গেলেও পাথুরে জায়গা ও উদ্ধারের জন্য প্রতিকূল পরিবেশের জন্য খুব সতর্ক ভাবে উদ্ধারকাজ এগোচ্ছিল ধীরগতিতে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে