সর্বদলীয় বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদি

বুধবার, জুন ১৭, ২০২০,১১:১০ পূর্বাহ্ণ
0
38

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ভারতশাসিত লাদাখ সীমান্তে চীন-ভারতের মধ্যে। ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা মারা গেছেন। পাল্টা ক্ষতি চীনের দিকেও। মনে করা হচ্ছে, চীনের প্রায় ৪৩ সেনা সদস্য হতাহত হয়েছে। এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা এই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন। এর আগে নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং সেনাবাহিনী প্রধান জেনারেল এম এম নারভানে গত রাত ১০টার দিকে এক বৈঠক করেন।

ধারণা করা হচ্ছে, সোমবার রাতে ঠিক কি ঘটেছিল সীমান্ত, তা প্রথমে বিরোধীদের জানানো হবে। এরপরে ভারতের রণকৌশলই বা কি সেই বিষয়ে তথ্য শাসক এবং বিরোধী দলের মধ্যে আলোচনা হতে পারে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে